রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
এরা হলেন- মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। পরে দরজা ভেঙে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন দিন আগে তারা মারা গেছেন। মরদেহে পচন ছিল। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মে ১২, ২০১৯
এজেডএস/এসএইচ