ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, মে ১৩, ২০১৯
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারে সহায়তা নিহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ২ মে নৈশকোচের চাপায় ইজিবাইকের নিহত তিন যাত্রীর পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে সৈয়দপুর পৌর পরিষদের পক্ষ থেকে। 

রোববার (১২ মে) বিকেলে পৌর পরিষদ চত্বরে তিন জনের পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, বিএনপি নেতা আবু চৌধুরীসহ পৌর কর্মচারী-কর্মকর্তারা।

সৈয়দপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসনের বাসিন্দা ইজিবাইক চালক সাব্বির আহমেদ মিন্টু, আব্দুর রহিম ও আফতাব উদ্দিন ওই সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহতদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মিন্টুর মা রেহেনা বেগম, আফতাব উদ্দিনের স্ত্রী সোনামনি ও আব্দুর রহিমের স্ত্রী সুলতানা।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।