রোববার (১২ মে) বিকেলে পৌর পরিষদ চত্বরে তিন জনের পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, বিএনপি নেতা আবু চৌধুরীসহ পৌর কর্মচারী-কর্মকর্তারা।
সৈয়দপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসনের বাসিন্দা ইজিবাইক চালক সাব্বির আহমেদ মিন্টু, আব্দুর রহিম ও আফতাব উদ্দিন ওই সড়ক দুর্ঘটনায় মারা যান।
নিহতদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মিন্টুর মা রেহেনা বেগম, আফতাব উদ্দিনের স্ত্রী সোনামনি ও আব্দুর রহিমের স্ত্রী সুলতানা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরএ