মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের একুতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মোতালেব মিয়া কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার মুক্তারপুর ইউনিয়নের একুতা এলাকায় গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকারের সঙ্গে ডিউটিরত ছিলেন কনস্টেবল মোতালেব মিয়া। এ সময় একটি মোটরসাইকেল কনস্টেবল মোতালেবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পুলিশ মোটরসাইকেলচালক ও এক আরোহীকে আটক করে। মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএস/এএটি