ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, এপ্রিল ২, ২০১৯
গোদাগাড়ীতে ইয়াবাসহ যুবক আটক ডিবি পুলিশের হাত আটক যুবক, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আরিফ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা এলাকার আইয়ুব আলীর ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে বিকেলে ডিবি পুলিশ গোদাগাড়ী পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।  

জানতে চাইলে সুমন দেব বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রথমে আরিফ হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা জব্দ করা হয়।  

এ সময় তার সঙ্গে থাকা শেফালী বেগম নামের এক নারী পালিয়ে যান। তবে তাকে পলাতক দেখিয়ে দু'জনের নামেই মামলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।