ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে মাটি চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, এপ্রিল ২, ২০১৯
নবাবগঞ্জে মাটি চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটি চাপা পড়ে জাহেদুল (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহেদুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চাহরিপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

তিনি উপজেলার সিংজোর এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সকালে জাহেদুল তার ৬ সহকর্মীর সঙ্গে দিনমজুরের কাজে যান। সেখানে তারা ফতেহপুর এলাকার একটি স্থানে মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে উঁচু একটি মাটি ধাপ ভেঙে পড়ে। এসময় অন্যরা সরে গেলেও জাহেদুল মাটির নিচে চাপা পড়েন। তার সহকর্মী ও এলাকাবাসীরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার (এএসআই) আব্দুল করিম বাংলানিউজকে জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।