ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, এপ্রিল ২, ২০১৯
দিনাজপুরে ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি শিলায় ঢাকা পড়েছে সড়ক

দিনাজপুর: দিনাজপুর জেলার ৪টি উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ইরি-বোরোসহ ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় এ শিলাবৃষ্টি হয়।

জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানের।

এছাড়াও ওইসব উপজেলার কিছু কিছু স্থানে মানুষের বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বিরামপুর উপজেলায় সবচেয়ে বেশি ধানের আবাদ হয়। এই উপজেলায় শিল্পবৃষ্টির ফলে ধানের গোড়া ভেঙে গেছে। প্রায় দেড়ঘণ্টার শিলাবৃষ্টির ফলে অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন। এছাড়াও শিলাবৃষ্টির ফলে হিলি স্থলবন্দরের আমদান-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল বাংলানিউজকে জানান, জেলার দক্ষিণ দিকে ৪টি উপজেলায় ব্যাপকহারে শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য উপজেলা কৃষি অফিসারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।