ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, এপ্রিল ২, ২০১৯
শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বিএসএফের গুলিতে নিহত দুইজনের মরদেহ। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার ( ১ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

স্থানীয়রা জানায়, সোমবার দিনগত রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন। পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান।  

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার একজন রাখাল নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে শিবগঞ্জ উপজেলার ৮ নং মনাকষা ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন  বাংলানিউজকে জানান, বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে দুই রাখাল নিহত হয়েছেন বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।