ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, এপ্রিল ২, ২০১৯
আশুলিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ডোবার পানিতে পড়ে দুই কন্যা শিশু মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় সাভারের শিমুলিয়া তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুরা হলো- সাভারের শিমুলিয়া তেলীপাড়া এলাকার হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার  এবং  একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে জিয়াসমিন।

 

তারা দু’জনেই শিমুলিয়া নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জিয়াসমিনের চাচাতো ভাই ফারুক হোসেন জনান, সন্ধ্যায় ওই এলাকার লালমিয়ার বাড়ির পাশে খেলা করছিল জিয়াসমিন এবং সুমাইয়াসহ কয়েকজন শিশু। খেলার সময় জিয়াসমিনের পায়ে কাঁদা লাগলে সে ডোবার পানিতে পা ধুতে যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় সুমাইয়া তাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়। পরে সেখানের অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দুই শিশুর দাফন সম্পন্ন করেছে তাদের পরিবার।

বাংলাদেশে সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।