ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে দুই বাসের মাঝে চাপা পড়ে হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, এপ্রিল ২, ২০১৯
সিলেটে দুই বাসের মাঝে চাপা পড়ে হেলপার নিহত ময়না মিয়ার মরদেহ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে দুই বাসের মাঝে চাপা পড়ে ময়না মিয়া নামে এক হেলপার নিহত হয়েছেন।

ময়না মিয়া বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের আব্দুল খলিলের ছেলে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চারখাই এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। গাড়িটি রাস্তার পাশে রেখে চাকা পরিবর্তন করছিলেন ময়না মিয়া। এমনতাবস্থায় আরেকটি যাত্রীবাহী বাস এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।