ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সাদুল্যাপুরে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, এপ্রিল ১, ২০১৯
সাদুল্যাপুরে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে হাসিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের বাগজানা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসিনা একই গ্রামের হায়দার আলীর স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, জমি নিয়ে একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে জামিরুলের সঙ্গে হায়দারের বিরোধ চলছিল। এরই জের ধরে গত বুধবার (২৭ মার্চ) দু’পক্ষের সংঘর্ষে হাসিনার মাথায় ইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অর্থাভাবে চিকিৎসা না চালাতে পেরে  শনিবার (৩০ মার্চ) সকালে হাসিনাকে বাড়ি নিয়ে আসেন তার স্বজনরা। সোমবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।