ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কামারখন্দে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
কামারখন্দে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ২   আটক ব্যক্তিরা ও জব্দকৃত গাড়ি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তল্লাশি অভিযান চালিয়ে ২৬৬ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২ মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ভদ্রঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জ জেলা সদরের মালির পাথর এলাকার মৃত হাতেম কাজীর ছেলে মো. কাজী দিপু (৩২) ও উত্তর কাজী কসবা গ্রামের মৃত জয়নালের ছেলে সরফরাজ (৩৫)।

দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে মহাসড়কের ভদ্রঘাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটি জব্দ ও দুই আরোহীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।      

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।