ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ফেনী: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. ইকবাল হোসেন মোশারফ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তার দোকানের নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেশটির ফ্রি স্টেট প্রদেশের রাজধানী ব্লুমপন্টেইনের একটি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মোশারফ ফেনীর দাগনভূঞা পৌরসভার আমান উল্লাপুর গ্রামের মাওলানা আবু তাহের আমানি বাড়ীর (ছোট হুজুরের বাড়ী) মো. মফিজ মিয়ার বড় ছেলে।

তিনি ব্লুমপন্টেইনের ওই এলাকায় দোকান গড়ে ব্যবসা করছিলেন।

মোশাররফের মৃত্যুর খবরে শোকের মাতম চলছে তার গ্রামে। নিহত মোশারফের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।