ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, জানুয়ারি ৩০, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী  বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।

এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে ৮টি, দৌলতদিয়া ঘাটে ৪ টি এবং মাঝ পদ্মায় আটকা পড়ে ৪টি ফেরি। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।