ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জানুয়ারি ২৯, ২০১৮
নোয়াখালীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত 

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে বাসচাপায় সাহাব উদ্দিন (৫০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে উপকূল এক্সপেস নামে একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক ও সাহাব উদ্দিনসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।