ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

উৎসবমুখর পরিবেশে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, নভেম্বর ১৯, ২০১৭
উৎসবমুখর পরিবেশে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। ছবি: মাহবুব মাসুম

উৎসবমুখর পরিবেশে রোববার অনুষ্ঠিত হলো জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। টোকিও শহর ঘেঁষা সাইতামা প্রিপেকচারের কোশিগায়া সিটিতে ‘কোরিওকাই এন্ড কারী পার্টি’ নামে এ অনুষ্ঠান আয়োজন করে ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান।

অনুষ্ঠানে জাপানিজ ও বাংলাদেশি ২ শতাধিক মানুষের মিলনমেলা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিনিময়ের নানা অনুষ্ঠান।

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।  ছবি: মাহবুব মাসুমঅনুষ্ঠানে আলোচনা করেন জাপানের দু’জন সাবেক পার্লামেন্ট মেম্বার ইশিআকিরা ও কিমুরা তাকেৎসুকা। জাপান বাংলাদেশ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জুইচি কমিয়ামা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজ হিওইচিরো সুগিমতো, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে হাফেজ আলাউদ্দিন প্রমুখ। দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনন্দঘন এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

মাহবুব মাসুম: প্রবাসী সাংবাদিক, masum86cu@yahoo.com

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।