ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ইসলামপুরে সাবলের আঘাতে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, নভেম্বর ১৮, ২০১৭
ইসলামপুরে সাবলের আঘাতে কৃষক খুন

জামালপুর: জামালপুরের প্রতিপক্ষের সাবলের আঘাতে আব্দুল করিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আকন্দপাড়া এলাকায় বাবুল মিয়ার সঙ্গে আব্দুল করিমের কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়েন। এ সময় বাবুলের সাবলের আঘাতে ঘটনাস্থলেই আব্দুল করিমের মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই জালাল উদ্দিনও গুরুত্বর আহত হন। আহত জালাল উদ্দিনকে স্থানীয় ইসলামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।