ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, নভেম্বর ১৮, ২০১৭
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় সাত জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

গাড়ি দুটির ভেতরে আটকা পড়াদের নিরাপদে বের করে আনতে উদ্ধার কাজ চলছে বলেও জানান আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।