ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে ছাত্রী পেটানোর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
কালীগঞ্জে ছাত্রী পেটানোর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত কালীগঞ্জে ছাত্রী পেটানোর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

লালমনিরহাট: লালমনিরহাটে ছাত্রীদের পেটানোর অভিযোগে আব্দুল কাদের নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

শিক্ষক আব্দুল কাদের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পানি খাওয়ার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।



অভিভাবক ও স্থানীয়রা জানান, রোববার বিকেল ৩টার দিকে পঞ্চম শ্রেণির তিনজন ছাত্রী রিনা আকতার, তৃষ্ণা রানী ও বিউটি রানী ক্লাসে পড়া দিতে না পারায় বেত্রাঘাত করেন শিক্ষক আব্দুল কাদের খান। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের খান বাংলানিউজকে বলেন, প্রতিদিন ওই তিন ছাত্রী পড়াশোনা না করে বিদ্যালয়ে আসতো। সে কারণে তাদের সামান্য বেত্রাঘাত করা হয়েছে।

পানি খাওয়ার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনীষ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন বাংলানিউজকে জানান, নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।