ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ডোমারে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ডোমারে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর ডোমার শহরের চিকনমাটির মোড়ে অভিযান চালিয়ে তিন মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোছা. ফুয়ারা খাতুন এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ডোমার সদর ইউনিয়নের চিকনমাটির সরকার পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০), তোহিদুল ইসলামের ছেলে রাশেদ (৩৫), মৃত মজিবর ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৬)।

ডোমার থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ডোমার পৌরসভার চিকনমাটির মোড়ে তিন মাংস বিক্রেতা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়া গরু জবাই করে প্রতি কেজি মাংস আড়াইশ টাকা দরে বিক্রি করছিল। এরপর স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে দুপুরে এ অভিযান চালানো হয়েছে। এসময় জলাতাঙ্ক রোগে আক্রান্ত অবশিষ্ট মাংস জব্দ করে পুঁতে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।