ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

নুরুল হুদা কমিশনের প্রথম সংবাদ সম্মেলনও ১৫ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নুরুল হুদা কমিশনের প্রথম সংবাদ সম্মেলনও ১৫ ফেব্রুয়ারি

ঢাকা: কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সংবাদ সম্মেলন আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে নবগঠিত কমিশন শপথ গ্রহণ করার পর, ওই দিনই দায়িত্ব নেবেন।

একইদিন বিকেল ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সিইসি নুরুল হুদা তার কমিশনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
 
গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পাঁচ সদস্যের নতুন কমিশনকে নিয়োগ দেন। এর আগে ইসি নিয়োগের জন্য নাম প্রস্তাবের একটি সার্চ কমিটি গঠন করেন তিনি। সেই সার্চ কমিটি ২০ জনের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেনকে নিয়োগ দেন নির্বাচন কমিশনার হিসেবে।

তাদের মেয়াদ হবে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে নুরুল হুদা কমিশনের অধীনে একাদশ সংসদ নির্বাচন ছাড়াও হাজার হাজার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।