ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, ডিসেম্বর ২২, ২০১৬
মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে

মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মুরাদ ইবনে আনোয়ার স্মরণে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

মাগুরা: মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মুরাদ ইবনে আনোয়ার স্মরণে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের কলেজ পাড়ায় এ বই বিতরণ করা হয়।

শিক্ষক দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক মুরাদ ইবনে আনোয়ারের আত্মীয় কবি শাহান আরা মিশি।

আয়োজকরা জানান- মাগুরার অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষক ফিনান্স বিষয়ক বেশ কয়েকটি বই লিখেছেন। বিনা টাকায় প্রইভেট পড়ানোর পাশপাশি তিনি নিজের আয়ের একটি বড় অংশ ব্যায় করতেন দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য।

গত ২৮ নভেম্বর মাত্র ৪৮ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্মরণে পরিবার ও সহকর্মীদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ত্রিশ হাজার টাকার বই বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।