ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, ডিসেম্বর ২২, ২০১৬
দিনাজপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

দিনাজপুর সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর কসবা এলাকায় চোরের ছুরিকাঘাতে সুকুরাম সরেন (৫০) নামে এক নৈশ্যপ্রহরী নিহত হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর কসবা এলাকায় চোরের ছুরিকাঘাতে সুকুরাম সরেন (৫০) নামে এক নৈশ্যপ্রহরী নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত সুকুমার ওই এলাকার লুকারন মিশন স্কুলের নৈশ্যপ্রহরী ছিলেন। নিহত সুকুমার শহরের কসবা এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, রাতে স্কুলে চোর ঢুকে চুরি করার চেষ্টা করে। এসময় টের পেয়ে সুকুমার চোরকে জাপটে ধরলে চোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে  স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬/আপডেট:০৯৫২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।