ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’ লীগ প্রার্থী ‘জয়ী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ডিসেম্বর ১২, ২০১৬
কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’ লীগ প্রার্থী ‘জয়ী’ ছবি: মো. জিল্লুর রহমান

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসময় সদস্য পদে সংরক্ষিত মহিলা আসনে দুই জন ও সাধারণ সদস্য পদে দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন তিনি।

তারা হলেন-তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শামীমা আক্তার রোমা, পাঁচ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সাঈদা আক্তার পারুল, ১২ নম্বর ওয়ার্ডে মির্জা মো. সোলায়মান এবং ১৫ নম্বর ওয়ার্ডে ফজলুল হক হায়দারী বাচ্চু।
 
এছাড়া সদস্য ও সংরক্ষিত আসনে বাকি ৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বাংলদেশ সময়: ১৬৪১ ঘণ্টাম ডিসেম্বর ১২, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।