ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, নভেম্বর ১৩, ২০১৬
চাঁদপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মুকিমপুর গ্রাম থেকে মাদকসহ আটক হওয়া তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মুকিমপুর গ্রাম থেকে মাদকসহ আটক হওয়া তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুকিমপুর গ্রামের স্বপন চন্ত্র শীলের ছেলে লক্ষ্মণ চন্দ্র শীল (১৩), একই গ্রামের বিল্লাল মিজির ছেলে শরীফ মিজি (২২) ও পাশের তরপুরচন্ডী ইউনিয়নের দুদু বরকন্দাজের ছেলে আল-আমিন (২০)।

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাতে ওই গ্রামের একটি শশ্মান থেকে এক পুঁরিয়া গাঁজা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।