ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বোন হত্যার মূল সন্দেহভাজন আসামি ভাই আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, নভেম্বর ১৩, ২০১৬
বোন হত্যার মূল সন্দেহভাজন আসামি ভাই আটক

রাজধানীর মগবাজার এলাকা থেকে গৃহবধূ ডলি রাণী বণিক (৫০) হত্যার মূল সন্দেহভাজন আসামি তার ভাই অশোক কুমার বণিককে আটক করেছে র‌্যাব ৩। 

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকা থেকে গৃহবধূ ডলি রাণী বণিক (৫০) হত্যার মূল সন্দেহভাজন আসামি তার ভাই অশোক কুমার বণিককে আটক করেছে র‌্যাব ৩।  

রোরবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূঞাঁ।

তিনি জানান, গত ০৮ নভেম্বর মধুবাগের উদ্দীপন গলির ১০/ই/৮ নম্বর দুই কক্ষের একটি ফ্ল্যাটে এক বা একাধিক ব্যক্তির সহায়তায় নৃশংসভাবে খুন হন ডলি রাণী বণিক। তার স্বামী সজল বণিক ২০০৭ সাল থেকে মালয়েশিয়া প্রবাসী।

নিহতের বড় ছেলে জুয়েল বণিকের বরাত দিয়ে তিনি জানান,  ঘটনার সময় তার মা একাই ফ্ল্যাটে ছিলেন। মামা অশোক কুমার বণিক ৫/৬ বছর আগে তার মার কাছ থেকে আট লাখ টাকা ধার নেন। পরবর্তীতে সেই টাকা ফেরত না দেওয়ায় তাদের বিরোধ হয়।

এদিকে র‌্যাব ৩'র গোয়েন্দা তদন্তে নিহত বোনের সঙ্গে ভাইয়ের অর্থনৈতিক লেনদেনের বিষয়টিও গুরুত্ব পায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অশোক কুমার তার বোন ডলি রাণীর সঙ্গে আর্থিক লেনদেনের কথা স্বীকার করেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসটি/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।