ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ছিনতাই প্রতিহত করলো পথচারীরা, মোটরসাইকেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, নভেম্বর ১৩, ২০১৬
সিলেটে ছিনতাই প্রতিহত করলো পথচারীরা, মোটরসাইকেল জব্দ

সিলেটে জিন্দাবাজার এলাকায় খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে ছিনতাইয়ের কবলে থেকে রক্ষা করেছে পথচারীরা।

সিলেট: সিলেটে জিন্দাবাজার এলাকায় খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে ছিনতাইয়ের কবলে থেকে রক্ষা করেছে পথচারীরা। এসময় পথচারীদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

 

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দু’টি মোটরসাইকেল (ডিসকভার ও পালসার) জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই ব্যক্তিকে ৪/৫টি মোটরসাইকেলে ১০/১২জন ছিনতাইকারী গতিরোধের চেষ্টা করে। তার আর্তচিৎকারে লোকজন চারদিকে থেকে ছুটে আসতে শুরু করলে ছিনতাইকারীরা মোটরসাইকেল দু’টি রেখে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল দু’টি জব্দ করেছে।
সিলেট কোতোয়ালী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল দু’টি জব্দ করা হয়েছে। তবে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।