ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ২ অটো রাইসমিলকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, নভেম্বর ১৩, ২০১৬
হবিগঞ্জে ২ অটো রাইসমিলকে জরিমানা

হবিগঞ্জ শহরের নবীগঞ্জ রোডের দুইটি অটো রাইসমিলকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের নবীগঞ্জ রোডের দুইটি অটো রাইসমিলকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম ও হাসান মারুফ পৃথক অভিযানে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক  ব্যবহার না করায় মেসার্স শাহজালাল  অটো রাইসমিলকে ১২ হাজার এবং মেসার্স ফওজিয়া অটো রাইসমিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।