ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, নভেম্বর ১৩, ২০১৬
চাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের শাহরাস্তি বেরনাইয়া বাজার এলাকা থেকে ৫১৭ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি বেরনাইয়া বাজার এলাকা থেকে ৫১৭ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ২টায় তাকে আটক করা হয়।

রহিম রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শাহরাস্তি খিলা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রকিব বাংলানিউজকে জানান, রহিম মনোহরগঞ্জ উপজেলার গৌবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে ইয়াবা নিয়ে বেরনাইয়া বাজার দিয়ে নাহারা গ্রামে যাচ্ছিলেন। এসময় তাকে তল্লাশি করে ৫১৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিকেলে রহিমের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ‍জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৩., ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।