ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে কঠিন চীবর দানোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ১৩, ২০১৬
বান্দরবানে কঠিন চীবর দানোৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বান্দরবান: বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের উজানী পাড়া বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

এসময় বোমাং রাজবাড়ি প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের রাজার মাঠ হয়ে উজানী পাড়া বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এসময় রাস্তায় দাড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারও নারী পুরুষ বৌদ্ধের উদ্দেশ্যে চীবর দান করেন এবং নগদ টাকা ও খাদ্য সামগ্রী দান করেন। পরে ক্যাং প্রাঙ্গনে ধর্মীয় দেশনা পাঠ, সংঘদান, ত্রিপিটক পাঠসহ নানা আয়োজন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং সার্কেল চীফ রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু প্রমুখ।

এছাড়াও, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারও দায়ক-দায়ীকা এ অনুষ্ঠানে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।