ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ২১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, নভেম্বর ১৩, ২০১৬
শাহজালালে ২১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২শ ১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২শ ১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে- ডানহিল ৭৫ কার্টন, ৫৫৫ স্টেট এক্সপ্রেস ৮৩ কার্টন ও ৩০৩ লাক্সারি ফিল্টার্স ৬০ কার্টন।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বিজি ০২৪৮ ফ্লাইটযোগে শারজাহ থেকে দুবাই হয়ে ঢাকায় আসা যাত্রী চৌধুরী ফয়সাল আহমেদের (৩৩) কাছ থেকে এসব আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আখতার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপির বাইরের গেট থেকে ফয়সালের ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ২শ ১৮ কার্টন সিগারেট পাওয়া যায়।

জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ১৮ হাজার টাকা। সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ফয়সাল নোয়াখালির হাতিয়া বেজুকালিয়া গ্রামের বাসিন্দা বলে জানান এএসপি তানজিনা আখতার।

বাংলাতেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসজেএ/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।