ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, নভেম্বর ১৩, ২০১৬
ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।

এছাড়াও, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মেম্বার, সচিবসহ সবাইকে এগিয়ে আসতে হবে। জন সাধারণকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সচেতন করাতে হবে। বাল্য বিয়ে ও শিশু নির্যাতনের মতো এমন অনৈতিক কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।