ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

হোমনায় ‘বন্দুকযুদ্ধে’ আহত ডাকাতের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, নভেম্বর ১৩, ২০১৬
হোমনায় ‘বন্দুকযুদ্ধে’ আহত ডাকাতের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাতের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ আহত ডালিম নামে এক ডাকাত সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাতের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ আহত ডালিম নামে এক ডাকাত সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৩ নভেম্বর) ভোরে ডালিমের মৃত্যু হয়।


 
দুপুরে কুমিল্লার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসপি মো. শাহ আবিদ হোসাইন।

তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের পর কুমিল্লায় আনা হবে। তবে কে বা কারা ডাকাত ডালিমকে ঢামেকে নিয়ে গেছে তারা জানেন না বলে দাবি করেন।

এদিকে, ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ২০ জনকে আসামি করে হোমনা থানায় তিনটি মামলা হয়েছে।
সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

এসপি শাহ আবিদ হোসাইন জানান, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং পুলিশের কাজে বাধাঁ ও হামলার ঘটনায় মামলাগুলো করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হোমনার কালীগঞ্জ এলাকার মেঘনা নদীর একটি চরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ডাকাত মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েলকে (২৮) আটক করে পুলিশ।

পরে স্পিডেবোটে করে ফেরার পথে অন্য একটি বোট থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত ও আটক দুই ডাকাত আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।