ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, নভেম্বর ১৩, ২০১৬
রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের গ্রেফতার দাবি

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী মোটর চালকলীগ।

রংপুর: জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী মোটর চালকলীগ।

 

একই সঙ্গে তারা সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার বিচার এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কাচারী বাজার এলাকায় গিয়ে সমাবেশ করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী মোটর চালকলীগ।

এতে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা শাখার সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান রিপন।

তারা বলেন, গত ২৫ অক্টোবর মিছিল বের করলে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের সমর্থকরা তাদের উপর হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।