ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রামপুরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জানুয়ারি ২৬, ২০১৬
রামপুরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় মাইক্রোবাসের ধাক্কায় আহত নাজমুল ইসলাম (২৩) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এরআগে সোমবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় হাতিরঝিলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এ যুবক আহত হন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।

নিহত নাজমুল পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের জয়নাল উদ্দিনের ছেলে। তিনি সেখানকার ২৪১/এ নম্বর বাড়িতে বসবাস করতেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/জেডএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।