ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ২৫ গার্মেন্টস শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নারায়ণগঞ্জে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ২৫ গার্মেন্টস শ্রমিক

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি গার্মেন্টস কারখানায় গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ২৫ জন শ্রমিক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।



আক্রান্তদের মধ্যে সাতজনকে খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভেতরে কুমুদিনী অ্যাপারেলসে বিকেল ৫টার দিকে এক নারী শ্রমিক অজ্ঞান হওয়ার পরপরই অন্য শ্রমিকরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়েন। পরে এসব শ্রমিকদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডলি, সুরভী, লিজা, সিফাত, শারমিন, রীনা, জান্নাত নামে সাত শ্রমিককে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাসলিমা নামে এক শ্রমিক জানান, হঠাৎ করে অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, এটা মূলত গণহিস্টিরিয়া রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।