ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

মাদ্রাসায় পাসের হার ৭৭.০২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, জুলাই ২৩, ২০১৭
মাদ্রাসায় পাসের হার ৭৭.০২ শতাংশ

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রোববার (২৩ জুলাই) সকালে। ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের ফলও একযোগে প্রকাশিত হয়।

এবার মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে গড়ে ৭৭ দশমিক ৩৩ শতাংশ ছাত্র আর ৭৬ দশমিক ৬০ শতাংশ ছাত্রী পাস করেছেন।

জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, এবার আলিমে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৩২০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৮০২ জন। পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে ২ হাজার ৫১৮ জনকে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪০০ জন আর ছাত্রী ৪০ হাজার ৪০২ জন।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।