ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি-জামায়াতের হয়ে কাজ করছে: আব্দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, সেপ্টেম্বর ৯, ২০২৫
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি-জামায়াতের হয়ে কাজ করছে: আব্দুল কাদের আব্দুল কাদের

ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি-জামায়াতের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি, প্রক্টর, ডিনসহ বিভিন্ন পদের কর্মকর্তারা জামায়াত-বিএনপির হয়ে ভাগাভাগি করে কাজ করছেন।

তারা তাদের স্বার্থে কাজ করছেন। তারা ভাগ-বাটোয়ারা করে আজকের ভোট করছেন।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

আব্দুল কাদের বলেন, ছাত্রদের রক্তের ওপর যে গণঅভ্যুত্থান এবং আজকের বাংলাদেশ সেখানে আজকে জামায়াত-বিএনপি সব জায়গায় কাজ করছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এ ভিপি প্রার্থী বলেন, জামায়াত-বিএনপি মানে ক্ষমতার ভাগাভাগি। সুনির্দিষ্ট নীতিমালা কেউ মানেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির পাশাপাশি শিবিরও লোকজন জড়ো করেছে।  

এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।