ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচন বানচাল করতে নানা ধরনের নাটকসহ ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের জড়ো করার অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় মধুর ক্যান্টিনে সাদিক-ফরহাদ-মহিউদ্দিনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাদিক কায়েম বলেন, ছাত্রদল বিকেল থেকে নানা ধরনের ‘নাটক’ করছে নির্বাচন বানচাল করার।
তিনি বলেন, রোকেয়া হলে ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা নাটক করছে। এ ধরনের ‘নাটক’ করা খুবই দুঃখজনক। ইউল্যাব কেন্দ্রে আমাদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানেও এক ধরনের নাটক করছে।
তারা একজন শিক্ষককে লাঞ্ছনা করেছেন। এটা লজ্জার। এটা আমরা অতীতে দেখিনি। তারা ভিসিকে আঙ্গুল তুলে কথা বলেছেন। এটা ছাত্রলীগ করতো। তারা নয়টি পয়েন্টে বিএনপি-যুবদলের লোকজন জড়ো করেছে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। আমরা বলতে চাই, প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করে বিচার করা হোক। আমাদের নামে অভিযোগ করা হয়েছে যে, জামায়াত-শিবিরের লোকজন নিয়ে এসেছি। আমরা দেখেছি তারাই বিভিন্ন জায়গায় লোকজন জড়ো করেছে। তারা সিগন্যালের অপেক্ষা করছে ক্যাম্পাসে ঢুকে পড়েবে। আমরা ১৫ বছর দেখেছি ছাত্রলীগ। আমরা আহ্বান করবো আপনারা ছাত্রলীগের মতো করবেন না।
এমআইএইচ/এএটি