ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিএনপি-জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে: আবু বাকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
বিএনপি-জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে: আবু বাকের আবু বাকের মজুমদার

বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার। দুই পক্ষই ক্যাম্পাসের আশেপাশে লোকবল জড়ো করছে, ছাত্রদল পেশিশক্তির মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এসব অভিযোগ করেন আবু বাকের মজুমদার।

তিনি লিখেছেন, “বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে। দুই পক্ষই ক্যাম্পাসের আশেপাশে লোকবল জড়ো করতেছে।
ডাকসুতে ভাগ বাটোয়ারা করার পাঁয়তারা করতেছে। ছাত্রদল পেশিশক্তির মহড়া দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিচ্ছে ফলাফল প্রভাবিত করার জন্য। আমরা মাঠে আছি। ”

এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন বাগছাসের এই নেতা। এ দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে আবু বাকের মজুমদার বলেন, “মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নন। কিন্তু তিনি আজ এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। ”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের আশপাশে বিএনপির অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছেন বলেও দাবি করেন আবু বাকের মজুমদার।

এনডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।