ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ফলাফলের অপেক্ষায় উৎসুক জনতার ভিড় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
ফলাফলের অপেক্ষায় উৎসুক জনতার ভিড়  শাহবাগে উৎসুক জনতার ভিড়/ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের জন্য রাজধানীর শাহবাগ এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক কর্মী এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ চিত্র দেখা যায়।

 

এদিন বিকেল ৪টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।  

সরেজমিনে দুপুরের পর থেকেই ঢাবির প্রবেশমুখ ও আশপাশের এলাকায় উৎসুক জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

কেন এখানে ভিড় করেছে, এমন প্রশ্ন করলে তারা কোন উত্তর না দিয়েই চলে যান। কেউ কেউ আবার বলছেন নির্বাচনে কারা জয়ী হবে, সেটা দেখতে এসেছি, কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই এখানে অপেক্ষা করছি।

দীর্ঘ সময় উৎসুক জনতার কথাবার্তা পর্যালোচনা করে দেখা যায়, তারা বেশিরভাগই কোন না কোন রাজনৈতিক দলের কর্মী, সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী।

সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়। আইডিকার্ড দেখে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন।

ছয় বছর পর এবার অনুষ্ঠিত হলো ঢাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।