ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শিবিরের সমর্থন পেলেন জুবায়ের-মোসাদ্দেক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, সেপ্টেম্বর ৯, ২০২৫
শিবিরের সমর্থন পেলেন জুবায়ের-মোসাদ্দেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ছাত্রশিবিরের সমর্থন পেয়েছেন। নিজেদের নেতাকর্মীদের কাছে সরবরাহ করা এক তালিকায় তারা এবি জুবায়ের এবং মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদকে সমর্থন দিতে দেখা গেছে।

নির্বাচনের আগে কোন প্যানেলে কোন প্রার্থীদের ভোট দেবেন, দলের নেতাকর্মীদের কাছে এমন প্রার্থী তালিকা দিয়েছে ছাত্রশিবির। তালিকায় সমাজসেবা সম্পাদক পদে এবি জুবায়েরকে ভোট দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। এই পদে ছাত্রশিবিরের ঘোষিত প্যানেলে শরিফুল ইসলাম মুয়াজ নির্বাচন করছেন।

অন্যদিকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রশিবির নেতাদের মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ভোট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পদে শিবিরের ঘোষিত প্যানেলের প্রার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির।   

তবে দলের ‘সদস্য’ পদক্রমের এক নেতা বাংলানিউজকে জানিয়েছেন, এই নির্দেশনা কেবল সাথী পর্যায় পর্যন্ত দেওয়া হয়েছে। ‘কর্মী’ পর্যায়ের শিবিরের সদস্যদের এই নির্দেশনা দেওয়া হয়নি।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জোবায়ের (জুবায়ের বিন নেছারি) ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে। এবারের সমর্থনে সেই গুঞ্জন আরও গাঢ় হলো।

এবারের ডাকসু নির্বাচনে ৪ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে মোসাদ্দেক ও এবি জুবায়ের।   এই প্যানেল থেকে সদস্য পদে আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খান নির্বাচন করছেন। ছাত্রশিবির এই চারজন সদস্যকে ভোট দিতে তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এরমধ্যে আশিক খানের বিরুদ্ধে ১৫ জুলাই শিক্ষার্থীদের হামলার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। স্পষ্ট ফুটেজ থাকার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।