ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাদিক কায়েমের

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাদিক কায়েমের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদেক কায়েম।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি এই অভিযোগ করেন।

সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল, কেন্দ্রের সামনে কোনো ডেস্ক বসানো যাবে না। সে কারণে আমরা কোনো ডেস্ক বসাইনি। এ ছাড়া ১০০ মিটারের মধ্যে কোনো স্লিপ দেওয়া যাবে না।  

তিনি বলেন, আমরা সকালে এসে দেখতে পেয়েছি, একটি ছাত্র সংগঠন এখানে ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের মধ্যে শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে। ছাত্রদলের কয়েকজন প্রার্থী এ কাজ করেছে। আমরা অনুরোধ করব, নির্বাচনের যে আচরণবিধি আছে সেটি মেনে চলার জন্য।

তিনি আরও বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুষ্ঠু নির্বাচন করতে। তাই সব প্রার্থীকে অনুরোধ করব আপনারা দায়িত্বশীল আচরণ করুন। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। আমরা বৈষম্যবিহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চমৎকার নজির সৃষ্টি করতে হবে। নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা সেই নজির দেখিয়েছি। আজ নির্বাচনের দিনেও সেই নজির স্থাপন করব।  

তিনি বলেন, যত প্রার্থী সংগঠন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে চমৎকার বার্তা দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যেন দায়িত্বশীল আচরণ করে। আমরা পর্যবেক্ষণ করছি, আশা করছি, নির্বাচন হয়েছে সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সেভাবেই হবে।

তিনি আরও বলেন, আমরা আশা রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ওপর আস্থা রাখবে। শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা কাজ করে যাব।

এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।