ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

দুই কেন্দ্রে ভোট গণনা শুরু হতে দেরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
দুই কেন্দ্রে ভোট গণনা শুরু হতে দেরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোটগ্রহণের সময়কার ছবি

অপ্রীতিকর পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট গণনা শুরু হতে দেরি হয়েছে। তবে বর্তমানে কেন্দ্র দুটিতে ভোট গণনা চলছে।

কেন্দ্র দুটি হলো, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র। কেন্দ্র দুটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় লোকবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েন। তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গণনা শুরু হতে দেরি হয়।

অন্যদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলামকে প্রবেশপথে দাঁড়িয়ে হট্টগোল করতে দেখা গেছে। এই ঘটনায় ওই কেন্দ্রে ভোট গণনা শুরু হতে দেরি হয়।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।