ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
সন্দ্বীপে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩  ...

চট্টগ্রাম: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দ্বীপে বিএনপি ও যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে।  

বুধবার (২ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যা বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে দুইজন যুবদলের নেতা কামরুল ও মাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ৮ জন মো. সোহেল, মাহফুজ, মিলাদ, আলতাফ, আকবর, নোয়াব, পারভেজ ও দিদার সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এছাড়া আরও তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মগধরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলাদের অনুসারীদের সঙ্গে মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. কামরুলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, পেলিশ্যা বাজারে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।