ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই ঘোষণাপত্রই হবে আগামীর বাংলাদেশের রূপরেখা: মির্জা গালিব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, জুলাই ২১, ২০২৫
জুলাই ঘোষণাপত্রই হবে আগামীর বাংলাদেশের রূপরেখা: মির্জা গালিব ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি কাঠামোগত, ন্যায়ভিত্তিক ও জাতিরাষ্ট্রিক বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মির্জা গালিব।

সোমবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে ‘জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ : আমাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভার আয়োজক ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মির্জা গালিব বলেন, শুধু প্রতীকী আবেগ নয়, জুলাই আন্দোলনের একটি সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন।

‘জুলাই ঘোষণাপত্র’ হতে হবে সেই কাঠামো, যেখানে শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ রাজনীতি, রাষ্ট্রগঠন ও নেতৃত্বের স্বপ্ন নিরূপিত হবে।

তিনি বলেন, আমরা যদি ছাত্ররাজনীতিকে পেশিশক্তি, দখলদারি ও বিভাজনের বাইরে এনে স্কিল ডেভেলপমেন্ট ও নেতৃত্বগঠনের প্ল্যাটফর্মে রূপ দিতে পারি, সেটাই হবে প্রকৃত জুলাইয়ের আকাঙ্ক্ষা। সন্ত্রাস, দালালি ও দুঃশাসনের বিরুদ্ধে তরুণরাই রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, ইতিহাস গড়েছে— এ ঋণ জাতিকে স্বীকার করতেই হবে।

দেশের অগ্রগতির জন্য কাঠামোগত সংস্কারকে জরুরি আখ্যা দিয়ে ছাত্রশিবিরের সাবেক এই নেতা বলেন, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, সংসদে দুই কক্ষের ভারসাম্য প্রতিষ্ঠা— এসবই হতে পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি। শুধু দল নয়, কাঠামোতে পরিবর্তন আনতে না পারলে আগামীর বাংলাদেশ গড়া যাবে না।

ছাত্রদের উদ্দেশ্যে গালিব বলেন, ছাত্রদের মূল কাজ নিজেকে গড়ে তোলা। তবে যখন জাতির নেতৃত্ব ব্যর্থ হয়, তখন ছাত্রদেরই সামনে আসতে হয়, যেমনটি জুলাইয়ে হয়েছিল। তবে সেই রাজনীতি হতে হবে জাতীয়, কোনো দলের নয়। ক্যাম্পাসে সুস্থ ছাত্ররাজনীতি টিকিয়ে রাখতে হলে ছাত্রসংসদ নির্বাচন চালু করা এখন সময়ের দাবি। রাজনীতি নয়, নেতৃত্বই হোক ছাত্রদের পরিচয়। মারামারি, দখল, মিছিল নির্ভর রাজনীতির সময় শেষ। নেতৃত্ব তৈরির মডেল হোক আমাদের ক্যাম্পাস।

আলোচনার শেষদিকে মির্জা গালিব বলেন, আমাদেরকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যে তরুণেরা একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। কেউ তাদের ঠেকাতে পারবে না— যদি আমরা সবাই মিলে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।