ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৩ নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জুলাই ২১, ২০২৫
৩ নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান, জরিমানা জব্দ করা নকল তার

চট্টগ্রাম: সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় তিন অবৈধ বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল তার জব্দ করেছে র‍্যাব-৭।  

সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।

জাল ‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করে তৈরি এসব তার আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়াও ওই তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানায়, কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামের দুটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না।

র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিল। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।