ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুলাই ২১, ২০২৫
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

চট্টগ্রাম: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেসক্লাব।

সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম ও সদস্য গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউিনয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক শোক বার্তায় এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেইসঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।  

চট্টগ্রাম প্রেসক্লাব কর্মকর্তারা গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জন্য দাবি জানিয়ে বলেন, প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ অনেকের যে অপূরণীয় ক্ষতি হয়েছে যা অপ্রতাশিত।

এটি খুবই বেদনাদায়ক।  

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।