চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর দেওয়ান হাট সুপারীওয়ালা পাড়া এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে ২৩নং উত্তর পাটানটুলী ওয়ার্ডে মহিলাদলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন। বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে অবৈতনিক মাধ্যমিক শিক্ষা চালু করে, নারীদের উপর ঘটিত অত্যাচার নির্যাতনের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে। এছাড়া, স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ২৩নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে।
জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশার সভাপতিত্বে ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল হালিমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার দস্তগীর। বক্তব্য রাখেন মহানগর মহিলাদল নেত্রী বেগম লুৎফুন নেছা, অ্যাডভোকেট পারভীন চৌধুরী, সায়েমা হক, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম এ হাসনাত, সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ সুমন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবু তাহের, মোহাম্মদ আলী, রফিক মেম্বার, আনু মিয়া বাবুল, মো. হাসান, আবু তাহের বাবুল, আমির উদ্দিন বাবুল, যুবদল নেতা মো. ইলিয়াছ, মো. ফারুক, মো. মিন্টু, আকরাম খান, মো. ফরিদ, মহিলাদল নেত্রী আফরোজা আক্তার, জাহানারা জানু, সাজিয়া সুলতানা, চেমন আরা, শিমুল আকতার ও রহিমা বেগম প্রমুখ।
এমআই/পিডি/টিসি