ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সন্ত্রাসী আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, জুলাই ২২, ২০২৫
সন্ত্রাসী আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল, পিস্তলের গুলি, চোলাইমদ-গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (২১ জুলাই) দিবাগত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বোরহান উদ্দিন, শাস্ত্র মজুমদার, আল আমিন, মো. মারুফ, মিজানুর রহমান, রোকন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত ও মো. ফরহাদ।

পুলিশ ও র‍্যাব-৭ জানিয়েছেন, সোমবার বিকেলে সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইস্যা) তার সহযোগীদের নিয়ে ফরিদার পাড়া এলাকায় শোডাউন দেয়।

এসময় তারা প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি করতে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশ ও র‍্যাবকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে তারা পৌঁছায়।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, ইলেকট্রিক শক মেশিন, দেশে তৈরি চোলাইমদ, গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।