ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ২২, ২০২৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক দাবিতে আন্দোলন করছেন।

শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বেশকিছু দাবি নিয়ে বোর্ডের সামনে কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করে।

পরে আমরা গিয়ে তাদের দাবি শুনেছি। তাদের দাবি পূরণে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো বলে বুঝিয়েছি। শিক্ষার্থীরা চলে গেছেন।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।